মেয়ে ও বাঘের গল্প গভীর জঙ্গলের পাশে ছোট্ট এক গ্রাম। সেই গ্রামে থাকত ছোট মেয়ে রি


মেয়ে ও বাঘের গল্প গভীর জঙ্গলের পাশে ছোট্ট এক গ্রাম। সেই গ্রামে থাকত ছোট মেয়ে রিয়া। সে ছিল দুঃসাহসী ও কৌতূহলী। একদিন, সে জঙ্গলের গভীরে চলে গেলো আর হঠাৎ দেখতে পেলো এক বিশাল বাঘ! ভয় পেয়ে পালানোর বদলে রিয়া স্থির দাঁড়িয়ে রইলো। বাঘটি তার চারপাশে ঘুরতে লাগল, কিন্তু আক্রমণ করল না। রিয়া ধীরে ধীরে তার হাত বাড়িয়ে দিল। বিস্ময়ের ব্যাপার, বাঘটি তার হাতে মুখ ঘষতে লাগল! এরপর থেকে, রিয়া প্রায়ই সেই বাঘের কাছে যেত। তারা এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে তোলে। গ্রামের লোকেরা যখন জানতে পারল, তারা ভয় পেল। একদিন, এক দল শিকারি বাঘটিকে ধরতে এলো। রিয়া ছুটে গিয়ে বাঘটিকে মুক্ত করল। তখন থেকে বাঘটি আর কখনো গ্রামে আসেনি, কিন্তু প্রতি রাতে দূর থেকে গর্জন করে যেন রিয়াকে জানিয়ে দিত, সে নিরাপদ আছে। শিক্ষা: ভয়কে জিতলে অসম্ভব বন্ধুত্বও সম্ভব!
คำพรอมต์
คัดลอกคำพรอมต์
মেয়ে ও বাঘের গল্প
গভীর জঙ্গলের পাশে ছোট্ট এক গ্রাম। সেই গ্রামে থাকত ছোট মেয়ে রিয়া। সে ছিল দুঃসাহসী ও কৌতূহলী। একদিন
,
সে জঙ্গলের গভীরে চলে গেলো আর হঠাৎ দেখতে পেলো এক বিশাল বাঘ
!
ভয় পেয়ে পালানোর বদলে রিয়া স্থির দাঁড়িয়ে রইলো।
বাঘটি তার চারপাশে ঘুরতে লাগল
,
কিন্তু আক্রমণ করল না। রিয়া ধীরে ধীরে তার হাত বাড়িয়ে দিল। বিস্ময়ের ব্যাপার
,
বাঘটি তার হাতে মুখ ঘষতে লাগল
!
এরপর থেকে
,
রিয়া প্রায়ই সেই বাঘের কাছে যেত। তারা এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে তোলে। গ্রামের লোকেরা যখন জানতে পারল
,
তারা ভয় পেল। একদিন
,
এক দল শিকারি বাঘটিকে ধরতে এলো।
রিয়া ছুটে গিয়ে বাঘটিকে মুক্ত করল। তখন থেকে বাঘটি আর কখনো গ্রামে আসেনি
,
কিন্তু প্রতি রাতে দূর থেকে গর্জন করে যেন রিয়াকে জানিয়ে দিত
,
সে নিরাপদ আছে।
শিক্ষা:
ভয়কে জিতলে অসম্ভব বন্ধুত্বও সম্ভব
!
ข้อมูล
Checkpoint & LoRA

Checkpoint
SeaArt Infinity
#Character
#สมจริง
#Portrait
#ความเป็นจริงแบบตะวันตก
#สัจนิยมตะวันตก
#SeaArt Infinity
0 ความคิดเห็น
0
0
0