একদিন গরু আর কাক মাঠে খেলছিলো। কাক উড়ছিলো আর গরু দৌড়াচ্ছিলো। হঠাৎ তারা দেখতে পেল


একদিন গরু আর কাক মাঠে খেলছিলো। কাক উড়ছিলো আর গরু দৌড়াচ্ছিলো। হঠাৎ তারা দেখতে পেলো একটা ছোট্ট খরগোশ ঘাসের আড়ালে লুকিয়ে আছে। গরু ধীরে ধীরে এগিয়ে গিয়ে বললো, "তুমি কে?" খরগোশ একটু ভয় পেয়ে বললো, "আমি নতুন এখানে। তোমাদের খেলা দেখে খুব ইচ্ছে করছিলো যোগ দিতে, কিন্তু ভাবলাম, যদি তোমরা আমাকে না নাও?" কাক তখন উড়ে এসে বললো, "অবশ্যই নেবো! কিন্তু তুমি এত লাজুক কেন?" খরগোশ মাথা নিচু করে বললো, "আমি ছোট আর দুর্বল। তোমরা তো অনেক বড়!" গরু হেসে বললো, "আরে, বন্ধুত্বে আকার কোনো ব্যাপার না! চলো, একসাথে খেলি!" এরপর থেকে খরগোশ, কাক আর গরু মিলে মজার মজার খেলা খেলতে লাগলো। কাক উড়ে গিয়ে দূর থেকে কোথাও মিষ্টি গাজর দেখতে পেলে খরগোশকে দেখিয়ে দিতো, আর খরগোশ দ্রুত দৌড়ে গিয়ে সেটা নিয়ে আসতো। গরু মাঝে মাঝে খরগোশকে নিজের পিঠে চড়িয়ে দিতো, আর কাক তাদের সবার মাথার ওপর উড়ে উড়ে গান গাইতো। একদিন খরগোশ বললো, "তোমরা সত্যিকারের বন্ধু! আমি ভেবেছিলাম, আমি একা, কিন্তু এখন আমি জানি, বন্ধুরা সবসময় পাশে থাকে!" গরু মাথা নেড়ে বললো, "হ্যাঁ! বন্ধুত্ব মানেই একসাথে হাসা, একসাথে খেলা আর একে অপরকে সাহায্য করা!" তারপর তারা তিনজন আবার দৌড়াতে শুরু করলো, নতুন এক বন্ধুত্বের গল্প লেখার জন্য
Prompts
Copiar prompts
একদিন গরু আর কাক মাঠে খেলছিলো। কাক উড়ছিলো আর গরু দৌড়াচ্ছিলো। হঠাৎ তারা দেখতে পেলো একটা ছোট্ট খরগোশ ঘাসের আড়ালে লুকিয়ে আছে।
গরু ধীরে ধীরে এগিয়ে গিয়ে বললো
,
"তুমি কে
?
"
খরগোশ একটু ভয় পেয়ে বললো
,
"আমি নতুন এখানে। তোমাদের খেলা দেখে খুব ইচ্ছে করছিলো যোগ দিতে
,
কিন্তু ভাবলাম
,
যদি তোমরা আমাকে না নাও
?
"
কাক তখন উড়ে এসে বললো
,
"অবশ্যই নেবো
!
কিন্তু তুমি এত লাজুক কেন
?
"
খরগোশ মাথা নিচু করে বললো
,
"আমি ছোট আর দুর্বল। তোমরা তো অনেক বড়
!
"
গরু হেসে বললো
,
"আরে
,
বন্ধুত্বে আকার কোনো ব্যাপার না
!
চলো
,
একসাথে খেলি
!
"
এরপর থেকে খরগোশ
,
কাক আর গরু মিলে মজার মজার খেলা খেলতে লাগলো। কাক উড়ে গিয়ে দূর থেকে কোথাও মিষ্টি গাজর দেখতে পেলে খরগোশকে দেখিয়ে দিতো
,
আর খরগোশ দ্রুত দৌড়ে গিয়ে সেটা নিয়ে আসতো। গরু মাঝে মাঝে খরগোশকে নিজের পিঠে চড়িয়ে দিতো
,
আর কাক তাদের সবার মাথার ওপর উড়ে উড়ে গান গাইতো।
একদিন খরগোশ বললো
,
"তোমরা সত্যিকারের বন্ধু
!
আমি ভেবেছিলাম
,
আমি একা
,
কিন্তু এখন আমি জানি
,
বন্ধুরা সবসময় পাশে থাকে
!
"
গরু মাথা নেড়ে বললো
,
"হ্যাঁ
!
বন্ধুত্ব মানেই একসাথে হাসা
,
একসাথে খেলা আর একে অপরকে সাহায্য করা
!
"
তারপর তারা তিনজন আবার দৌড়াতে শুরু করলো
,
নতুন এক বন্ধুত্বের গল্প লেখার জন্য
INFO
Checkpoint & LoRA

Checkpoint
SeaArt Infinity
#Personagem
#Realista
#Retrato
#Realismo Ocidental
#Realismo ocidental
#SeaArt Infinity
comentário(s)
0
0
0